অদ্য ০৬-০৫-২০২৫ তারিখে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, বাগাতিপাড়া, নাটোর; এনএসআই, নাটোর; সেনাবাহিনী ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী'র উদ্দ্যেগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে অনুমোদনহীন ও নকল প্যাকেটে সিনথেটিক ডিটারজেন্ট পাউডার উৎপাদন, সঠিক প্রক্রিয়া অনুসরণ ও উৎকৃষ্ট কাচামাল ব্যাবহার না করে পণ্য তৈরী করা ও বৈধ অনুমোদন ছাড়া অন্য প্রতিষ্ঠানের ডিশ ওয়াশ, টয়লেট সোপ, টয়লেট ক্লিনার পণ্যসমুহ বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়
শেখ কেমিক্যাল কোং (মালিক- খলিলুর রহমানক), সোনাপুর বাজার, দয়রামপুর, বাগাতিপাড়া, নাটোর প্রতিষ্ঠানকে ১ টি মামলা দায়ের করে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) জরিমানা করা হয়।
পাশাপাশি ৪ কার্টুন ডিশ ওয়াশ, টয়লেট ক্লিনার, টয়লেট সাবান জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব হা-মীম তাবাসসুম প্রভা, বাগাতিপাড়া, নাটোর।
আদালতকে সহযোগিতা করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী।
জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস