Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নাটোরের বড়াইগ্রামে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩ বেকারি কারখানায় ৩০.০০০/- জরিমানা। (২২-০৪-২৫)
বিস্তারিত

নাটোরের বড়াইগ্রামে ৩ বেকারি  কারখানায় বিএসটিআইয়ের অভিযান; ৩০,০০০/- জরিমানা আদায় । 


অদ্য ২১-০৪-২০২৫ তারিখে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, বড়াইগ্রাম, নাটোর ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী'র উদ্দ্যেগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে ব্রেড, বিস্কুট ও কেক এর অনুকুলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করা ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে উৎপাদন করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় 

১) ভাই ভাই ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরি(কেক), লক্ষ্মীকোল, বড়াইগ্রামকে ১০,০০০/-, ২) নিউ কুমিল্লা বেকারি (কেক), লক্ষ্মীকোল, রয়না, বড়াইগ্রামকে ১০,০০০/- ও ৩) রাবেয়া বেকারি(ব্রেড ও বিস্কুট), রয়না, বড়াইগ্রাম, নাটোরকে ১০,০০০/- জরিমানাসহ মোট ৩ টি মামলা দায়ের করে ৩০,০০০/- (ত্রিশ হাজার) জরিমানা করা হয়। 

পাশাপাশি প্রতিষ্ঠানসমুহকে ৭ দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণ ও কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়। 


উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার   জনাব লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম,  নাটোর।

আদালতকে সহযোগিতা করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী।


জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
22/04/2025
আর্কাইভ তারিখ
30/06/2025