Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Mobile court at Natore, fine 50,000/-
Details

নাটোরে অবৈধ ব্যাটারি পানি কারখানায় বিএসটিআইয়ের অভিযান, ৫০,০০০/- টাকা জরিমানা ও কারখানা সিলগালা।


অদ্য ১৮-১২-২০২৪ তারিখে নাটোর জেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন, নাটোর ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী'র উদ্দ্যেগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

উক্ত অভিযানে  বিএসটিআই হতে পরীক্ষণ ব্যতিরেকে ও সিএম লাইসেন্স গ্রহণ না করে ব্যাটারি পানি (ব্রান্ড-এম কে এস) উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে 

এম কে এস ট্রেডার্স (প্রোঃ জিয়াউর রহমান), খেজুরতলা, সিংড়া, নাটোরকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়।


উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না, জেলা প্রশাসকের কার্যালয়,  নাটোর।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম)।


জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে।

Images
Attachments
Publish Date
18/12/2024
Archieve Date
30/06/2025