Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

প্রকল্পসমূহ

 

☻  বিএসটিআই এর চলমান প্রকল্প সমূহের বিবরণ উদ্দেশ্যঃ

 

১। প্রকল্পের নামঃ Expansion and Strengthening of Bangladesh Standards and Testing Institution  (BSTI) (At 5 districts).

 

          প্রাক্কলিত ব্যয়       : ৫১৮২.৪৫ লক্ষ টাকা (জিওবি), মেয়াদকালঃ  জুলাই ২০১১ -  জুন ২০১৭

          প্রকল্প এলাকা     : ময়মনসিংহ, ফরিদপুর, কুমিলস্না, রংপুর এবং কক্সবাজার ।

          অর্থায়নের উৎস    : জিওবি

 

          প্রকল্পের উদ্দেশ্যঃ 

            ¨ মানসম্মত পন্য উৎপাদন ও বিপনন নিশ্চিতকরণ এবং ওজন পরিমাপ সংক্রান্ত মেট্রোলজী সেবা প্রদানের মাধ্যমে ৫টি জেলায় 

               বিএসটিআই এর কার্য্যক্রম সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ।

            ¨ ৫টি জেলায় বিএসটিআই এর প্রাতিষ্ঠানিক অবকাঠামো নির্মান।

            ¨ ৫টি জেলায় ল্যাবরেটরীর জন্য রসায়ন ও মেট্রোলজী  ল্যাবরেটরীর আধুনিক যন্ত্রপাতি ক্রয়।

 

 

২। প্রকল্পের নামঃ Establishment of Calibration and Verification Facilities of CNG Mass Flow Meter for CNG Filling Station in BSTI.

 

          প্রাক্কলিত ব্যয়      : ৭৪০.০০ লক্ষ টাকা (জিওবি)

          মেয়াদকাল         : জুলাই ২০১১ -  জুন ২০১৫

          অর্থায়নের উৎস   : জিওবি

 

          প্রকল্পের উদ্দেশ্যঃ 

          ▪ CNG Mass Verification Laboratory এর ভৌত অবকাঠামো নির্মান।

          ▪ CNG পরিমাপক আধুনিক যন্ত্রপাতি ক্রয়।

          ▪ CNG গ্রাহকদের জন্য CNG filling station এ সঠিক পরিমাপের নিশ্চয়তা প্রদান করা।

 

 

৩। প্রকল্পের নামঃ Modernization &  Strengthening of BSTI (Ist Revised)   

 

          প্রাক্কলিত ব্যয়      : ২৮১৩.৯৫ (জিওবি ১০০৫.৫৫ + প্রঃ সঃ ১৮০৮.৪০)

          মেয়াদকাল          : অক্টোবর ২০১০ হতে জুন ২০১৫ ।

 

          প্রকল্পের উদ্দেশ্যঃ

          ১) দেশে উৎপাদিত খাদ্যদ্রব্য, স্বর্ণ, সিমেন্ট ও ইটের গুণগত মান আন্তর্জাতিক মানে নিশ্চিত করাসহ এর আধুনিককায়ন।

          ২)  বিএসটিআই প্রধান কার্যালয়ে ফুড টেষ্টিং, গোল্ড টেষ্টিং, সিমেন্ট ও ব্রিক টেষ্টিং ল্যাবরেটরী স্থাপন/উন্নয়ন।

          ৩) উক্ত ল্যাবসমূহের জন্য আধুনিক যন্ত্রপাতি ক্রয়।

 

 

৪। প্রকল্পের নামঃ Establishment of Chemical Metrology Laboratory (CML) at NMI in BSTI.

 

          মেয়াদ               : জুলাই ২০১৩ - জুন ২০১৫ খ্রিঃ

          প্রাক্কলিত ব্যয়       : ২২২৪.০০ লক্ষ টাকা।

          অর্থায়নের উৎস    : জিওবি

 

প্রকল্পের উদ্দেশ্যঃ

১। রাসায়নিক পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত রেফারেন্স মেটারিয়াল উৎপাদন, উন্নয়ণ  এবং প্রয়োগ।              

২। আন্তর্জাতিক পরিমাপের ক্ষেত্রে সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট (মেট্রিক পদ্ধতি) প্রতিষ্ঠা করা, পদার্থের সঠিক পরিমান নির্ণয় এবং পরিমাপের

ক্ষেত্রে অনিশ্চয়তা দূর করা।

৩। ১০তলা ভিত্তি বিশিষ্ট ভবনের ৬ষ্ঠ তলায় একটি আধুনিক মানের কেমিক্যাল মেট্রোলজী ল্যাবরেটরী  (০৮ কক্ষ বিশিষ্ট)  স্থাপন করা হবে।

৪। ল্যাবটি প্রতিষ্ঠার মাধ্যমে পরীক্ষণ কাজে ব্যবহারের জন্য সার্টিফাইড রেফারেন্স মেটারিয়াল (CRM), রেফারেন্স মেটারিয়াল (RM) ও স্ট্যান্ডার্ড  

রেফারেন্স  মেটারিয়াল (SRM) উৎপাদন করা হলে ল্যাবরেটরীর বিশেস্নষণমূলক কাজের সঠিকতা যাচাই করা সম্ভব হবে।

 

 

৫।  প্রকল্পের নামঃ Establishment of Testing facilities of Air conditioner, Refrigerator, Electric fan & Electric Motor in BSTI

 

            মেয়াদ               : জুলাই ২০১৪ - জুন ২০১৬ খ্রিঃ

            প্রাক্কলিত ব্যয়      : ১২০০.০০ লক্ষ টাকা।

            অর্থায়নের উৎস   : জিওবি

 

            প্রকল্পের উদ্দেশ্যঃ

            ১. বিএসটিআইতে A/C, Freeze, Electric Motor এবং Electric fan এর বিদ্যুৎ সাশ্রয়ের পরিমাণ নির্ধারণের জন্য

            আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ল্যাব স্থাপন করা।

            ২. বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য A/C, Freeze, Electric Motor, Electric fan উৎপাদন, আমদানী এবং ব্যবহারের মাধ্যমে

            দেশের চলমান বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় সহযোগীতা করা।

            ৩. বিদ্যুৎ বিভাগের Sustainable and Renewable Energy Development (SREDA) এর কার্যক্রম বাস্তবায়ন

            করা।

            ৪. দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে TBT বাধা দূর করা।

            ৫. বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহারের মাধ্যমে Green House Gas emission কমানো এবং জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখা।